শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ডোমারে বিনামূল্যে বীজ ও সার বিতরণ 

ডোমারে বিনামূল্যে বীজ ও সার বিতরণ 

রবিউল হক রতন, ডোমার ( নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে  কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২২-২৩ অর্থ বছরে খরিপ/ ২০২৩-২৪মৌসুমে রোপা আমন ও পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে  ক্ষুদ্র,  প্রান্তিক ও মাঝারি কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে ।
মঙ্গলবার (১৩  জুন) সকালে  উপজেলা পরিষদ হলরুমে, কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির  আয়োজনে, উপজেলা নির্বাহী কর্মকর্তা  পূবন আখতার এর সভাপতিত্বে  ,  বিনামূল্যে  বীজ ও সার বিতরণ  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান  তোফায়েল আহমেদ  ।
 বিশেষ অতিথি হিসেবে  উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ,  সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা  কৃষি বিদ মোঃ রফিকুল ইসলাম ।
উল্লেখ্য ডোমার উপজেলা ১হাজার ৩ শত জন কৃষকেঅ মাঝে প্রত্যেক কে ৫কেজি আমন ধানের বীজ,১০কেজি  ড্যাপ  ও ১০কেজি করে সার  বিতরণ করা হয়েছে । এই কর্মসূচির অংশ হিসেবে  গ্রীষ্মকালীন পেঁয়াজ  পাবে ৮৫জন কৃষক। প্রত্যেকেই  ১কেজি পেঁয়াজ বীজ, ২০কেজি ড্যাপ   ও ২০ কেজি পটাস সার পাবে।
২২ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS