শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মধুখালীতে সেচ পাম্পসহ দুই চোর আটক

মধুখালীতে সেচ পাম্পসহ দুই চোর আটক

শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি ২২ সোমবার ঃ ফরিদপুরের মধুখালীতে মাঠ থেকে সেচ পাম্প চুরি হওয়া পাম্পসহ দুইচোর পুলিশের হাতে আটক।

মধুখালী থানা সুত্রে জানা যায় যে উপজেলার কামালদিয়া ইউনিয়নের মীরের কাপাষহাটিয়া বাউনার বিল হতে ১৭ জানুয়ারী ২৪খ্রিঃ তারিখ রাতে সেচ পাম্প চুরির ঘটনায় রুজুকৃত মামলার আসামী উপজেলার কামালদিয়া ইউনিয়নের মীরের কাপাষহাটিয়া গ্রামের রশিদ শেখের ছেলে জাকারিয়া শেখ(২০) ও একই গ্রামের জিয়ারুল বিশ্বাসের ছেলে আলামিন বিশ্বাস(২১)দের গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আসামীদের হেফাজত হতে চুরি যাওয়া সেচ পাম্পটি উদ্ধার করা হয়েছে।

১৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS