বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সাঁথিয়ায় মদপানে যুবকের মৃত্যু

সাঁথিয়ায় মদপানে যুবকের মৃত্যু

সাঁথিয়া(পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় মদপানে নিজাম উদ্দিন(৪৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার করমজা ইউনিয়নের করমজা মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে,গত মঙ্গলবার (৯জানুয়ারী) সকাল সারে ৮টার দিকে নিজাম স্থানীয় একটি দোকান থেকে মদ কিনে বাড়িতে নিয়ে এসে পান করেন। অতিরিক্ত মদপানের কারণে কিছুক্ষণ পর তিনি অসুস্থ্য হয়ে পড়েন। পরিবারের লোকজন তাকে দ্রæত পাবনা সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সে বিকেলে মারা যায়।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে বুধবার(১০জানুয়ারী) লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

৪২ বার ভিউ হয়েছে
0Shares