সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সৈয়দপুরে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সমর্থনে লাঙ্গল মার্কার বিশাল মিছিল

সৈয়দপুরে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সমর্থনে লাঙ্গল মার্কার বিশাল মিছিল

দুলাল সরকার, সৈয়দপুর-নীলফামারী প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আহসান আদেলুর রহমান আদেল-কে সমর্থন দিয়ে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সমর্থনে লাঙ্গল মার্কার বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীসহ জাতীয় পার্টির নেতাকর্মী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে লাঙ্গল মার্কার সমর্থনে ওই মিছিলটি সৈয়দপুর শহরের জিআরপি ক্লাব সংলগ্ন শহীদ স্মৃতি অ¤øান চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং উক্ত শহীদ স্মৃতি চত্বর অ¤øানে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। প্রায় দুই হাজার জনসমাগমের উপস্থিতিতে এই পথসভায় সৈয়দপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, কোষাধ্যক্ষ ও নীলফামারী জেলার জাতীয় পার্টির সভাপতি বর্তমান এমপি আলহাজ্ব আহসান আদেলুর রহমান আদেল। এ-সময় তিনি বলেন, গতবার আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমি সৈয়দপুর-কিশোরগঞ্জে রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনেক উন্নয়নমূলক কাজ করেছি এবং সৈয়দপুরকে নিয়ে বিমানবন্দরসহ সৈয়দপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আমি মহান জাতীয় সংসদে তুলে ধরেছি। যদিও আপনাদের সাথে ভালোভাবে যোগাযোগ কিংবা শোডাউন করতে পারি নি। তবে এবারে আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হলে আমার প্রাণপ্রিয় সৈয়দপুর-কিশোরগঞ্জ এলাকার উন্নয়ন সহ অন্তত প্রতিমাসে একবার হলেও আপনারদের সাথে পর্যায়ক্রমে সৌজন্য সাক্ষাৎকার করার আপ্রাণ চেষ্টা করবো। তাই আগামী ৭ই জানুয়ারী নির্বাচনে আপনাদের কাছে ভোট ও দোয়া কামনা করছি। আপনাদের ভোটে এবারো যদি এমপি নির্বাচিত হই তাহলে, যাহা কিছু করব সৈয়দপুর ও কিশোরগঞ্জের আওয়ামী লীগ কে সাথে নিয়ে করব। আওয়ামী লীগ নেতাদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার এ.কে.এম রাশেদুজ্জামান রাশেদ, স্থানীয় আওয়ামী লীগের অন্যতম নেতা অধ্যাপক সাখাওয়াত হোসেন খোকন, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক ফয়েজ আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আজম আলী সরকার, উপজেলা কৃষক লীগের সভাপতি আবদুর সবুর আলম, সাধারণ সম্পাদক নুরুল আমিন প্রমানিক। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, এমপি আদেলের বড় বোন ডক্টর মেহে জেবুন্নেসা রহমান টুম্পা, সহধর্মিণী ব্যারিস্টার সারা শাওলিন দিশা। উল্লেখ্য, আওয়ামী লীগের নেতৃবৃন্দ সকলেই তাদের বক্তব্যে জাতীয় পার্টির প্রার্থী আলহাজ্ব আহসান আদেলুর রহমান আদলের উন্নয়নমূলক কর্মকান্ডে কথা তুলে ধরেন । [ছবি আছে]

৫৪০ বার ভিউ হয়েছে
0Shares