শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ডোমারে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ডোমারে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিউল হক রতন,  ডোমার( নীলফামারী) প্রতিনিধিঃ  নীলফামারীর ডোমার উপজেলার পূর্ব হরিনচড়া এলাকার ইনসান আলী (৬৭) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ।
মৃত ইনসান আলীর স্ত্রী মারজিনা খাতুন জানান, তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিল। ২৩ নভেম্বর বুধবার রাতে একসাথে ঘুমাতে যাই। কিন্তু রাত আনুমানিক দুইটার দিকে ঘরে না থাকায় বাড়ির বাইরে  একটি আম গাছের সাথে আমার স্বামীকে গলায় ফাঁসলাগানো অবস্থায় ঝুলে থাকতে দেখি। এরপর আমার চিৎকার শুনে অন্যান্যরা সেখানে দৌড়ে আসেন।
এ ব্যাপারে হরিনচড়া ইউপি চেয়ারম্যান রাসেল রানা বলেন, আমি প্রায় ১৫বছর ধরে ইনসান আলীকে মানসিক রোগী হিসেবে দেখে আসছি। ধারনা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।
ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিলফামারী জেলা মর্গে পাঠানো হয়েছে এবং তার ছেলে বাদী হয়ে ডোমার থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।
৫৯ বার ভিউ হয়েছে
0Shares