মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
নাটোরে সরকারি নির্দেশ অমান্য করে কিন্ডারগার্টেন স্কুল খোলা 

নাটোরে সরকারি নির্দেশ অমান্য করে কিন্ডারগার্টেন স্কুল খোলা 

নাটোর প্রতিনিধি  তাপ প্রবাহের কারণে সরকারি নির্দেশনায় সারাদেশে স্কুল কলেজ ও কিন্ডারগার্টেন বন্ধ রাখার নির্দেশ থাকলেও এই নির্দেশ অমান্য করে নাটোর শহরে কিছু কিন্ডারগার্ডেন খোলা রাখার অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনেও এর সত্যতা মিলেছে শহরের মনীষা ভবন সৃষ্টি সেন্ট্রাল স্কুল সহ কয়েকটি শিক্ষার্থীদের অভিভাবকদের দেখা গেছে ‌ । তীব্র গরমে স্কুলে এসে চরম বিপাকে পড়ছেন কোমলমতি শিশু ও অভিভাবকরা।‌ সরকারি নির্দেশ না মেনে প্রতিষ্ঠান খোলা রাখার অনেক অভিভাবক বাধ্য হয়েই তাদের সন্তানদের স্কুলে নিয়ে এসেছেন বলে জানান।  তবে স্কুল কর্তৃপক্ষ দাবি করেছেন পূর্ব নির্ধারিত পরীক্ষা থাকায় তারা শুধুমাত্র পরীক্ষা নিয়েই ছেড়ে দিয়েছেন। আগামী কাল থেকে পূর্ণ নির্দেশনা অনুসরণ করে প্রতিষ্ঠান বন্ধ রাখবেন বলে তারা আশ্বাস দেন। এদিকে প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা অমান্য করে প্রতিষ্ঠান খোলা রাখলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের করা নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁজ্ঞা।
১১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS