শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ধামইরহাটে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত

ধামইরহাটে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:-

নওগাঁ জেলার ধামইরহাটে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এবং জাতীয় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বেলা ৩টায় উপজেলা প্রসাশনের আয়োজনে দুই দিনব্যাপী “বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনে সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিজ্ঞান মেলার পুরষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে এবং যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী মন্ডল। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জেসমিন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ফরহাদ হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী মিলন কুমার, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকারপ্রমুখ। আলোচনা সভা শেষে ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড, জাতীয় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানকে শুভেচ্ছা স্মারক ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি।

১৮৫ বার ভিউ হয়েছে
0Shares