শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ধামইরহাটে আদিবাসীদের নাগরিক অধিকার ও দাবী দাওয়া বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

ধামইরহাটে আদিবাসীদের নাগরিক অধিকার ও দাবী দাওয়া বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে নাগরিক অধিকার ও দাবি-দাওয়া নিয়ে নির্বাচিত জনপ্রতিনিধি প্রতিনিধিদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর বেলা ১১ টায় বেসরকারী উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে ও হেক্স-ইপার সুইজারল্যান্ডের সহযোগিতায় আদিবাসীদের নাগরিক অধিকার ও দাবী দাওয়া বিষয়ক সংলাপ ১নং ধামইরহাট ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়। সংলাপে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের অধিকার সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন ডাসকো ফাউন্ডেশনের উপজেলা কর্মকর্তা রওনক লায়লা। এ সময় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু নাসের আল আযাদী, ইউপি সদস্য সাজেদুর রহমান, আজিজুল হক, আনোয়ার হোসেন, মো. জাইবর হোসেন, সংরক্ষিত ইউপি সদস্য সাহারা বানু, রেবেকা পারভীন, ইউপি সচিব বদিউল আলম, ফাউন্ডেশনের সিডিও মো. রাসেল হোসেন ও রেহেনা আকতার প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আশালতা বাস্কে ও গৌরি রানী মালি তাদের অধিকার বাস্তবায়নে এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা তুলেধরেন।

 

৬৯ বার ভিউ হয়েছে
0Shares