বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নওগাঁয় পুলিশ সুপারের উদ্যোগে সনাতন নারীদের মাঝে বস্ত্র বিতরণ

নওগাঁয় পুলিশ সুপারের উদ্যোগে সনাতন নারীদের মাঝে বস্ত্র বিতরণ

নওগাঁ প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বী মানুষের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নওগাঁয় পাঁচ শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সকালে নওগাঁ সদর মডেল থানা প্রাঙ্গণে বিশিষ্ট ব্যবসায়ী দিপক কুমার দেবের অর্থায়নে প্রধান অতিথি হিসেবে নারীদের মাঝে শাড়ী বিতরণ করেন নওগাঁ পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। এসময় পুলিশ বলেন, সমাজকে সুন্দর করতে ও দেশকে আলোকিত করার ব্রত নিয়ে পুলিশ বাহিনী করে যাচ্ছেন। শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বী মানুষের সবচেয়ে বড় উৎসব। এই উৎসবে সমাজের অসহায় মানুষদের মুখে একটু হাসি ফোটাতে তিনি তাঁদের মাঝে নতুন কাপড় বিতরণ করছেন। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশিষ্ঠ ব্যবসায়ী দিপক দেব, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ইবনে রহমান, নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।

১১৫ বার ভিউ হয়েছে
0Shares