বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নওগাঁয় সিএনজি শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ

নওগাঁয় সিএনজি শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ

প্রতিনিধি, নওগাঁ: নওগাঁয় সিএনজি শ্রমিক ইউনিয়নের সিএনজি (অটোরিকশা) চালিত গাড়ি ১০ দিন বন্ধ রেখে, রেজিস্ট্রেশন প্রদান ও বাস মালিক গ্রুপের লাঠিয়াল বাহিনী রাস্তা থেকে প্রত্যাহারে দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে। আজ বিকেলে বালুডাঙ্গা কোর্ট চত্বরের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ চলাকালে বিষয়টির শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক হয়।

এসময় সিএনজি শ্রমিক ইউনিয়নের এর সভাপতি সোহেল রানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মালেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফৌজিয়া হাবিব খান, সিনিয়ার সাহকারী পুলিশ সুপার (মান্দা সার্কেল) মতিয়ার রহমান, ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর বিকর্ণ কুমার চৌধুরী, নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ ফায়সাল বিন আহসান ও সিএনজি মালিক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসিকুজ্জামান আসিকসহ সিএনজি শ্রমিক ইউনিয়নের সকল সদস্য উপস্থিত ছিলেন।

বৈঠকে সিএনজি মালিক ও শ্রমিকদের দাবী, বাস মালিক গ্রুপের লাঠিয়াল বাহিনীর স্বেচ্ছাচারিতা বন্ধ করতে হবে, সিএনজি রেজিস্ট্রেশন নিবন্ধন চালু করতে হবে। সিএনজি রেজিস্ট্রেশন (নিবন্ধন) চালু হলে সরকার প্রায় ৩ কোটি টাকা রাজস্ব আয় হবে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ।

৪৮ বার ভিউ হয়েছে
0Shares