মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
এমপি এনামুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

এমপি এনামুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

নাজিম হাসান,রাজশাহী থেকে:
রাজশাহী-৪(বাগমারা) আসনে তিন বারের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদ। রবিবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীর মনোনয়নপত্র বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাই কালে ইঞ্জিনিয়ার এনামুল হকের মনোনয়নপত্রে কোন অসংগতি না থাকায় তা বৈধ ঘোষণা করা হয়। দলীয় প্রতীক না পেলেও এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করবেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। বাগমারা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ আপামর জনগণকে সাথে নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই কালে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির পক্ষ থেকে প্রস্তাবক, সমর্থক সহ অনেকে উপস্থিত ছিলেন। উল্লেখ, ২০০৮ সালের নির্বাচনে ইঞ্জিনিয়ার এনামুল হকের হাত ধরে বাগমারা আসনটি ফিরে পায় আওয়ামী লীগ। সেই থেকে আওয়ামী লীগের কব্জায় আছে আসনটি। টানা চতুর্থ বারের মতো এই আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে প্রস্তুত উপজেলা আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ২০০৮ সাল থেকে বাগমারার প্রত্যন্ত অঞ্চলসহ সকল জায়গায় আশানুরুপ উন্নয়ন সংগঠিত করেছেন আওয়ামী লীগ সরকার। সেই উন্নয়নকে পুজি করে এবারও স্বতস্ত্র প্রাথী হিসেবে নির্বাচন করছেন ইঞ্জিনিয়ার এনামুল হক ।

 

৪৮ বার ভিউ হয়েছে
0Shares