মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কুড়িগ্রামের রাজারহাটে হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার পাঁচ লক্ষ টাকা ঘোষণা।

কুড়িগ্রামের রাজারহাটে হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার পাঁচ লক্ষ টাকা ঘোষণা।

Views

রফিকুল ইসলাম ,কুড়িগ্রাম প্রতিনিধি।  এসো কুরআনের আলোয় আলোকিত হই। এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাটে হানিফা সান রাইজ চানাচুর কোম্পানির উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। রংপুর বিভাগের চারটি জেলা যথাক্রমে কুড়িগ্রাম ,লালমনিরহাট, রংপুর ও গাইবান্ধায় অনূর্ধ্ব ১৬ বছরের জন্য প্রযোজ্য। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত হাফেজগণের জন্য প্রযোজ্য নয়। অংশগ্রহণকারী প্রতিভাবান বিজয়ীদের জন্য সর্বমোট ৫ লক্ষ টাকা সহ থাকছে আকর্ষণীয় পুরস্কার। হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীর জন্য প্রথম পুরস্কার ২ লক্ষ টাকা ও অন্যান্য সামগ্রী , দ্বিতীয় পুরস্কার ১ লক্ষ টাকা ও অন্যান্য সামগ্রী এবং তৃতীয় পুরস্কার ৫০ হাজার টাকা ও অন্যান্য সামগ্রী রয়েছে । অংশগ্রহণে আগ্রহীদের আগামী ২৮ ফেব্রুয়ারী ২০২৫ ইং তারিখের মধ্যে ফর্ম সংগ্রহ করে আগামী ৫ মার্চ ২০২৫ ইং তারিখের মধ্যে ফর্ম জমা দিতে হবে। জেলা পর্যায়ে অডিশনে নিজ নিজ উপজেলা হইতে সিলেক্ট বা ইয়েস কার্ড প্রাপ্ত প্রতিযোগীগনকে জেলা পর্যায়ে অডিশনের তারিখ ও স্থান ডাকযোগে অথবা এসএমএস এর মাধ্যমে জানানো হবে। প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল আগামী ২৪ মে ২০২৫ ইং শনিবার হানিফা সানরাইজ চানাচুর কোম্পানির কনফারেন্স হলরুম রাজারহাটে অনুষ্ঠিত হবে । এ ব্যাপারে হানিফা সানরাইজ চানাচুর কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান জানান , প্রতিভার সন্ধানে হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার প্রতিটি অডিশন রাউন্ড টিভি চ্যানেলের মাধ্যমে দেখানোর ব্যবস্থা রয়েছে। ভালো কাজের জন্য সবার সহযোগিতা কামনা করছি।

Share This

COMMENTS