শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বাঘায় ওয়ার্কার্স প্রয়াত নেতার স্মরণ সভা

বাঘায় ওয়ার্কার্স প্রয়াত নেতার স্মরণ সভা

বাঘা (রাজশাহী) প্রতিনিধি : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী জেলা সম্পাদক মন্ডলীর সদস্য প্রয়াত কমরেড আব্দূল কুদ্দুস (সিআইসি) এর স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টম্বর) বিকাল সাড়ে চার টায় আড়ানী ইউনিয়ন পরিষদ চত্বরে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি উপজেলা শাখার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টির উপজেলা শাখার সভাপতি কমরেড ফরজ আলী। উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হামিদুল ইসলামের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রফিকুল ইসলাম পিয়ারুল, প্রধান বক্তৃা ছিলেন নাটোর জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড অধ্যক্ষ ইব্রাহিম খলিল, রাজশাহী ওয়ার্কার্স পার্টির সাধারণ কমরেড আসরাফুল হক তোতা, রাজশাহী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড.লায়েব উদ্দিন লাভলু , জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (ইনু) রাজশাহীর জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটির সদস্য উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বাজুবাঘা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা মোহাম্মদ শফিউর রহমান শফি, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড মতিউর রহমান তপন, কমরেড আব্দুল করিম,কায়েস উদ্দিন, রাজশাহী জেলা জাতীয় অদিবাসী পরিষদের সভাপতি বিমল চন্দ্র বাজোয়ার, বীর মুক্তিযুদ্ধা সাইদুর রহমান প্রমুখ।

৫৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS