বুধবার- ৩রা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৯শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাচোলে প্রণোদনার সার ও বীজ বিতরণ

নাচোলে প্রণোদনার সার ও বীজ বিতরণ

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২০২২-২০২৩ অর্থ বছরে রবি/২০২২-২০২৩ মৌসুমে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে প্রণোদনা কর্মসূচির আওতায় গম, ভুট্টা, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মুসুর ও খেসারী ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নাচোল উপজেলার ৯৭৪৫জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

“মুজিব বর্ষের অঙ্গীকার, কৃষি হবে দূর্বার”- এ প্রতিপাদ্যকে উপজীব্য করে আজ সোমবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সার-বীজ মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে সার-বীজ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, উপজেলা কৃষি কর্মকর্তা ও সার-বীজ মনিটরিং কমিটির সদস্যসচিব বুলবুল আহম্মেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুন নূর, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, চারটি ইউনিয়ন ও নাচোল পৌরসভার তালিকাভূক্ত ক্ষুদ্র ও পান্তিক কৃষকগণ। উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মেদ জানান, চলতি রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মুসুর ও খেসারী বীজ ও রাসায়নিক সার কসবা ইউনিয়নে ২৩৪৫জন, ফতেপুর ইউনিয়নে ১৬৯০ জন, নাচোল ইউনিয়নে ২১১০ জন, নেজামপুর ইউনিয়নে ২৩৭৫ জন ও নাচোল পৌরসভার ১২২৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরকারের বরাদ্দকৃত সার-বীজ বিতরণ করা হচ্ছে। সরকারি বরাদ্দ ছাড়াও এবছর নিজ উদ্দোগে কৃষকরা গতবছরের তুলনায় অনেক বেশী রবি ফসল আবাদ করবেন বলে তিনি আশা করছেন।

১৫৫ বার ভিউ হয়েছে
0Shares