শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রাজশাহীতে লাখ টাকা হেরোইনসহ এক দম্পত্তী গ্রেফতার

রাজশাহীতে লাখ টাকা হেরোইনসহ এক দম্পত্তী গ্রেফতার

কাজী এনায়েত উল্লাহ, রাজশাহী অফিস:

রাজশাহী জেলার পুঠিয়ায় ১০০ গ্রাম হেরোইনসহ এক দম্পত্তীকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৪ ডিসেম্বর) ভোর রাত পৌনে ৪ টায় পুঠিয়া থানাধীন বানেশ্বর পশ্চিমপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: মোঃ মোস্তাফিজ (২৪), সে পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন আমখোলা গ্রামের মৃত হাবিব হাওলাদারের ছেলে ও মোসাঃ জাহিদা বেগম (২০), সে একই জেলা, পটুয়াখালী সদর থানার চর-মুইশাদী গ্রামের মোঃ মোস্তাফিজের স্ত্রী। তবে তারা উভয়েই পুঠিয়া থানার বানেশ্বর পশ্চিমপাড়া গ্রামে বসবাস করে।

রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), ডিএসবি, মোঃ রফিকুল আলম।

এব্যাপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

২৯ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS