সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
<span class="entry-title-primary">রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন</span> <span class="entry-subtitle">রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন</span>

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীতে যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিন পালন করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়। এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল নির্মল তারুণ্যের অগ্রদূত শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন,বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল তারুণ্যের উজ্জীবিত প্রতীক। শেখ কামালের জীবন থেকে আমাদের যুব সমাজ অনেক কিছু শিখতে হবে, জানতে হবে, তাকে অনুসরণ করতে হবে। রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে সভায় রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি রশিদুল হাসান, উপ-পুলিশ কমিশনার সাইফ উদ্দিন শাহীন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। দিবসটি উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নগর ভবন চত্বরে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের উদ্যোগে যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিন পালন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় শিল্পকলা একাডেমীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের উদ্যোগে বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর জন্মদিন উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়। শ্রদ্ধাঞ্জলী অর্পনের সময় উপস্থিত ছিলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী বিভাগের উপ-পরিচালক ওহিদুল ইসলাম, সিনিয়র স্টেশন অফিসার আবু সামা, বিভাগীয় কারিগরি কারখানা রাজশাহী বিভাগ রাজশাহীর ফোরম্যান আব্দুল আওয়াল, স্টেশন অফিসার লতিফুর বারী প্রমুখ।

২৪ বার ভিউ হয়েছে
0Shares