মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ধামইরহাটে বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত-০১

ধামইরহাটে বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত-০১

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে বিদ্যুৎপৃষ্ট হয়ে একজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। ২৭ নভেম্বর বিকেল সাড়ে ৩ টার সময় উপজেলার ফতেপুর এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার সাহাপুর গ্রামের মো. আব্দুল করিমের ছেলে মো. ইসমাইল হোসেন (৪৩) ফতেপুর এলাকায় গাছ কাটার কাজে স্থানীয় একজনের সাথে চুক্তিবদ্ধ হন। সেই মোতাবেক শ্রমিক হিসেবে গাছ কাটতে গেলে  গাছের সাথে লাগিয়ে থাকা বৈদ্যুতিক তারে আকস্মিক ভাবে জড়িয়ে যায় শ্রমিক ইসমাইল হোসেন।  এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং স্থানীয়রা তাকে দ্রুত ধামইরহাট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত ইসমাইল হোসেনের পরিবারে ১ স্ত্রী ও দুই ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।তার এই মৃত্যুর থবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

৩৫ বার ভিউ হয়েছে
0Shares