রবিবার- ১৬ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -২রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ইসলামকে প্রকৃতপক্ষে উপলব্ধি করলে কেউ জঙ্গি হতে পারে না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ইসলামকে প্রকৃতপক্ষে উপলব্ধি করলে কেউ জঙ্গি হতে পারে না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

খায়রুন নাহার বহ্নি,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: মঙ্গলবার (১৩ ডিসেম্বর ২০২২) রাতে বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নে ব্রাহ্মনভিটা ডাঙ্গার হাট ফোরকানিয়া হাফেজিয়া লিল্লাহ বোর্ডিং এতিমখানা মাদ্রাসার আয়োজনে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে ১৪তম বার্ষিকী ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, হৃদয়ে ইসলাম ও রাসুলকে প্রকৃতপক্ষে উপলব্ধি করলে কেউ জঙ্গি হতে পারে না। কারণ রসূল মানবতা, মনুষ্যত্বের প্রতীক। ধর্ম মানুষকে সুন্দর করে, সমৃদ্ধ করে। আর প্রকৃত ধর্ম আরেকজনকে সম্মান করতে শেখায়। যার নীতিনৈতিকতা নেই, মানবিক মূল্যবোধ নেই, সে ধার্মিক হতে পারে না। কারণ ধর্মের শিক্ষাই হলো সততা, পবিত্রতা। নৈতিকতা ও মূল্যবোধ ধর্মের মূল শিক্ষা। ইসলাম সত্য সুন্দরকে গ্রহণ এবং মিথ্যাকে বর্জনের নির্দেশনা দেন

ইউপি চেয়ারম্যান মো. মোস্তাক আহাম্মদ সিদ্দিকী মানিকক এর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন হাফেজ ক্বারী মাও আবু আইয়ুব আনসারী। দ্বিতীয় বক্তার বক্তব্য রাখেন হযরত মাওঃ মুফতি জাহিদুলল ইসলাম দিনাজপুরী। বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক নুর ইসলাম নুর, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী।

৩৭ বার ভিউ হয়েছে
0Shares