সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কুড়িগ্রামে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বেসরকারী সংস্থা আশা’র কম্বল বিতরণ

কুড়িগ্রামে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বেসরকারী সংস্থা আশা’র কম্বল বিতরণ

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বেসরকারী সংস্থা আশা দুঃস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করেন।
 রোববার (১০ ডিসেম্বর)  শীতার্ত ও দুঃস্থ’ মানুষের মাঝে কম্বল বিতরণের লক্ষ্যে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কাছে ৩৫০ (তিনশত পঞ্চাশ) পিস কম্বল হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, আশা রংপুর বিভাগের সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মো. আলাউদ্দিন, অডিট ম্যানেজার আবুবক্কর সিদ্দিক, কুড়িগ্রাম সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার সাইদুর রহমান, উলিপুর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার হাফিজার রহমান পাইকার, টেক্সটাইল অঞ্চলের রিজিওনাল ম্যানেজার আব্দুল মোত্তালেব, রাজারহাট অঞ্চলের রিজিওনাল ম্যানেজার আব্দুল আউয়াল, কুড়িগ্রাম সদর-১ এর সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার আনোয়ার হোসেন, কুড়িগ্রাম সদর-২ সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার গোলাম মোস্তফা, ত্রিমোহনী ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মিজানুর রহমান, সাপোর্ট ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি বকসী, কুড়িগ্রাম সদর-১ ব্রাঞ্চের এবিএম-কাম-সিও মুমিনুল ইসলাম ও কুড়িগ্রাম সদর-২ ব্রাঞ্চের এবিএম মোছা.ময়না বেগম প্রমুখ।
১৩ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS