বুধবার- ৩রা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৯শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নওগাঁয় ৬টি আসনে ৫৮ মনোনয়ন উত্তোলন আওয়ামীলীগের বিদ্রহী ১৬

নওগাঁয় ৬টি আসনে ৫৮ মনোনয়ন উত্তোলন আওয়ামীলীগের বিদ্রহী ১৬

মাহমুদুন নবী বেলাল নওগাঁ:  আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ (নিয়ামতপুর পোরসা, সাপাহার) আসনে সাধন চন্দ্র মজুমদার আওয়ামীলীগের খালেকুজ্জামন স্বতন্ত্র (আওয়ামীলীগের বিদ্রহী) ও আকবর আলী জাতীয় পাটি, মকবুল হোসেন স্বতন্ত্র (আওয়ামীলীগের বিদ্রহী), সোহরাব হোসেন স্বতন্ত্র, মাজেদ আলী স্বতন্ত্র, মোহাম্মাদ আলী জাকের পাটিসহ মোট ৭ জন।

নওগাঁ-২ (ধামইরহাট পত্নীতলা) শহীদুজ্জামান সরকার, আওয়ামীলীগের, কাজল চন্দ্র দাস স্বতন্ত্র, এইচ এম আখতারুল আলম স্বতন্ত্র (আওয়ামীলীগের বিদ্রহী), এ্যাডভোকেট তোফাজ্জল হোসেন জাতীয় পাটি, মেজবাহুল আলম স্বতন্ত্র, আজিজার রহমান স্বতন্ত্র (আওয়ামীলীগের বিদ্রহী), এস, জে, এম, আর ফারুক জাকের পাটি, আমিনুল হক, স্বতন্ত্র (আওয়ামীলীগের বিদ্রহী), আইযুব হোসেন স্বতন্ত্র (আওয়ামীলীগের বিদ্রহী), সহ মোট ৯জন।

নওগাঁ-৩ (মহাদেবপুর বদলগাছী) আসনে ডি এম মাহবুব উল মান্নাফ স্বতন্ত্র, ছলিম উদ্দিন তরফদার স্বতন্ত্র (আওয়ামীলীগের বিদ্রহী), জাবেদ আলী বিএনএফ, মাহফুজা আকরাম চৌধুরী স্বতন্ত্র (আওয়ামীলীগের বিদ্রহী), শামিনুর রহমান চিকন আলী স্বতন্ত্র, ফিরোজ হোসেন স্বতন্ত্র, সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী আওয়ামীলীগ, স্বপন কুমার দাস এনপিপি, মাসুদ রানা জাতীয় পাটি, সোহেল কবির চৌধুরী তৃনমুল বিএনপি সহ মোট ১০জন।

নওগাঁ-৪ মান্দা আসনে এ্যাডভোকেট আব্দুল বাকী স্বতন্ত্র আব্দুস সামাদ স্বতন্ত্র এস এম ব্রহানী সুলতান মাহমুদ গামা স্বতন্ত্র (আওয়ামীলীগের বিদ্রহী) আফজাল হোসেন স্বতন্ত্র এ্যাডভোকেট নাহিদ মোর্শেদ আওয়ামীলীগ, সেফায়েত জামিল প্রামানিক স্বতন্ত্র, আলতাফ হোসেন জাতীয় পাটি, মুহঃ ইসাজ উদ্দিন প্রাং স্বতন্ত্র (আওয়ামীলীগের বিদ্রহী), জিয়াউল হক স্বতন্ত্র, দেলোয়ার হোসেন জাকের পাটি, আব্দুর রহমান বাংলাদেশ কংগ্রেস সহ মোট ১১ জন।

নওগাঁ-৫ নওগাঁ সদর আসনে দেওয়ান ছেকার আহম্মেদ শিষান স্বতন্ত্র (আওয়ামীলীগের বিদ্রহী) নিজাম উদ্দিন জলিল জন আওয়ামীলীগের রফিকুল ইসলাম রফিক স্বতন্ত্র (আওয়ামীলীগের বিদ্রহী), ইফতারুল ইসলাম বকুল জাতীয় পাটি এসএম আজাদ হোসেন মুরাদ জাসদ, আব্দুল মালেক স্বতন্ত্র (আওয়ামীলীগের বিদ্রহী), খন্দকার আমিনুর রহমান ফ্রবেল এনপিপি সহ মোট ৭জন।

নওগাঁ-৬ (রানীনগর আত্রাই) আসনে ওমর ফারুক সুমন স্বতন্ত্র (আওয়ামীলীগের বিদ্রহী) আনোয়ার হোসেন হেলাল আওয়ামীলীগের জাহিদুল ইসলাম স্বতন্ত্র, গোলাম রাব্বানী স্বতন্ত্র, নওশের আলী স্বতন্ত্র (আওয়ামীলীগের বিদ্রহী) আবু বেলাল হোসেন চজুয়েল, খন্দকার ইত্তেখাব আলম এনপিপি, শাহজালাল উদ্দীন স্বতন্ত্র, নাহিদ ইসলাম বিপ্লব স্বতন্ত্র (আওয়ামীলীগের বিদ্রহী), এমএ রতন স্বতন্ত্র, আসাদুজ্জামান নুরুল স্বতন্ত্র, পি কে আব্দুর রব তৃনমুল বিএনপি, রবি রায়হান জাকের পাটি, সরদার আব্দুস সাত্তার সহ মোট ১৪জন।

মোট ৬টি আসনের বিপরিতে ৫৮ মনোনয়ন ফরম উত্তোলন হয়েছে এদের মধ্যে আওয়ামীলীগের বিদ্রহী ১৬ জন। নওগাঁ-১ (নিয়ামতপুর পোরসা, সাপাহার) আসনে ২জন, নওগাঁ-২ (ধামইরহাট পত্নীতলা) আসনে-৪ জন, নওগাঁ-৩ (মহাদেবপুর বদলগাছী) আসনে-২ জন, নওগাঁ-৪ আসনে ২জন, নওগাঁ-৫ নওগাঁ সদর আসনে ৩জন ও নওগাঁ-৬ (রানীনগর আত্রাই) আসনে ৩জন আওয়ামীলীগের বিদ্রহী প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।

বুধবার বৈকাল পযর্ন্ত এ মনোনয়ন ফরম বিক্রির তথ্য নিশ্চিত করেছেন জেলা নির্বাচন অফিসার তরিফুজ্জামন। তিনি আরও জানান ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। সেদিন থেকেই প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা। প্রচারণার জন্য ২২ দিন সময় পাবেন প্রার্থীরা।

৩৮০ বার ভিউ হয়েছে
0Shares