শুক্রবার- ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আক্কেলপুরে এলপিজি গ্যাস ফিলিং স্টেশনে আগুন, ১ জন দগ্ধ

আক্কেলপুরে এলপিজি গ্যাস ফিলিং স্টেশনে আগুন, ১ জন দগ্ধ

মওদুদ আহম্মেদ, আক্কেলপুর(জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের আক্কেলপুর পৌরশহরে আক্কেলপুর ফিলিং স্টেশন নামের এলপিজি গ্যাস ফিলিং স্টেশনে পাইপ লিকেজ হয়ে বিকট শব্দে আগুন লেগেছে। ওই ঘটনায় সাইফুল ইসলাম (৪৫) নামের এক কর্মী দগ্ধ হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে আক্কেলপুর ফিলিং স্টেশনে গ্যাস পাইপ বিকট শব্দে বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দগ্ধ সাইফুল ইসলাম উপজেলার হাস্তাবসন্তপুর গ্রামের আব্দুর রহমান ছেলে।

সরেজমিনে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ করে শহরে বিকট শব্দ হয়, এরপর দাউদাউ করে আগুন জ¦লে ওঠে। এ সময় ফিলিং স্টেশনের ভিতরে থাকা কর্মী সাইফুল ইসলামের শরীরে আগুন লেগে যায়। তিনি শরীরে আগুন নিয়ে দৌঁড়ে বাহিরে আসে। ততক্ষণে স্থানীয়রা এগিয়ে এসে তার শরীরের আগুন নিভিয়ে গুরুতর আহত অবস্থায় আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এলপিজি ফিলিং স্টশনের আরেক কর্মী আজিজুল ইসলাম বলেন, প্রথমে বিকট শব্দ হয়, এরপর আগুন জ¦লে ওঠে। কিছু বুঝে ওঠার আগেই দাউদাউ করে আগুন জ¦লতে থাকে। তখন সাইফুল স্টেশনের ভিতরে গ্যাস লাইনের কাজ করছিল। বাহিরে আসার সময় ওর গায়ে আগুন লাগে।

আক্কেলপুর ফিলিং স্টেশনের মালিক বজলুর রশিদ কবিরাজ মন্টু বলেন, আমি খবর পেয়ে তাৎক্ষণিক স্টশনে এসেছি। এ ঘটনায় আমার এক কর্মী দগ্ধ হয়েছে। সাথে সাথে স্থানীয়দের সহযোগীতায় তাকে হাসপাতালে নিয়ে গেছি। এখানে হয়নি। চিকিৎসকরা তাকে রাতেই বগুড়াতে পাঠায়।

জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর মুহিউদ্দীন বলেন, আমরা রাত সাড়ে ১০টার দিকে সংবাদ পেয়ে আক্কেলপুর এবং জয়পুরহাট মিলে দুইটি ইউনিট প্রচেস্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। তবে অনেক ক্ষয় ক্ষতি হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে গ্যাস পাইপ লিকেজ হয়ে আগুনের সুত্রপাত হতে পারে। তবে তদন্ত চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক হাসপাতালে গিয়ে আগুনে দগ্ধ সাইফুলের চিকিৎসার জন্য বগুড়া পাঠানোর ব্যবস্থা করি। এরপর ঘটনাস্থলে যাই। গ্যাস পাইপ ফুটা হয়ে আগুনের সুত্রপাত হতে পারে। বিষয়টি তদন্তের পর এর সঠিক কারণ জানা যাবে।

১৯ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS