শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মোহনপুরে দূর্বৃত্তের পেট্রোল বোমায় পোল্ট্রি ফিডের ট্রাকে আগুন 

মোহনপুরে দূর্বৃত্তের পেট্রোল বোমায় পোল্ট্রি ফিডের ট্রাকে আগুন 

রতন মাস্টার মোহনপুর প্রতিনিধি:  রাজশাহী মোহনপুর উপজেলায় আজ ৬ই নভেম্বর সোমবার বেলা আনুমানিক ৩ ঘটিকার সময় বিএনপি,জামাতের ২য় দিন অবরোধে রাজশাহী নওগাঁ মহাসড়কে মৌগাছি হতে খয়রার মাঝখানে নন্দনহাট মোড়ে পোল্টির ফিডের মিনি ট্রাকে এক দল দূর্বৃত্তেরা পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।সাথে সাথে এলাকাবাসী জানতে পেরে আগুন নিভিয়ে দেন।পরে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্হলে উপস্থিত হয়।ট্রাক ড্রাইভার বাগমারা উপজেলার বামনি গ্রামের মোজাহারের ছেলে জহুরুল ইসলাম বলেন,রাজশাহী থেকে পোল্ট্রির ফিড নিয়ে বাগমারা উপজেলার হাট গাঙ্গোপাড়ায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে নন্দনহাট মোড়ে পৌঁছাতে ১০/১২ জন মোটর সাইকেল যোগে এসে ট্রাকটি ভাংচুর ও পেট্রোল বোমা মেরে পালিয়ে যায়।পরে এলাকাবাসী এসে আগুন নিভিয়ে দেয়।এই সময় ট্রাকে আরও ছিলেন বাগমারা উপজেলার হাট গাঙ্গোপাড়া অভ্যাগত পাড়ার সাহেব আলীর ছেলে রেজাউল করিম (৩১),ও নজরুল ইসলামের ছেলে শহিদুল আলম (৩৮)।ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ন ১৫৩৮৫২।এই বিষয়ে মোহনপুর থানা ইনচার্জ ওসি হরিদাস মন্ডল বলেন,যারা এই ঘটনার সাথে জড়িত  তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
৫৮ বার ভিউ হয়েছে
0Shares