বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কলমাকান্দায় জাতীয় সমবায় দিবস পালিত

কলমাকান্দায় জাতীয় সমবায় দিবস পালিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের উদ্যোগে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। আজ শনিবার এ উপলক্ষ্যে উপজেলা পরিষদের  হল রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারি  কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম ।

সমবায়ী এনামুল হক তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন,  উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ও আফরোজা বেগম শিমু, কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ.এম ইলিয়াস, কলমাকান্দা প্রেসক্লাব সাধারণ  সম্পাদক মো. ফখরুল আলম খসরু,  উপজেলা সমবায় কার্যালয়ের সহকারি পরিদর্শক বিমল চন্দ্র দেবনাথ, রামপুর  কুবুরিয়াকান্দা ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম, সমবায়ী রবীন্দ্র চন্দ্র দাস, হাবিবুর রহমান সবুজ, ইউসুফ আলী ও কলমাকান্দা সদর ইউপি সদস্য রুকন উদ্দিন প্রমূখ ।

এছাড়া শ্রেষ্ঠ সমবায়ীর সম্মাননা পেয়েছেন জেলার শ্রেষ্ঠ সমিতি কলমাকান্দা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: সানমুন বহুমুখী সমবায় সমিতি লি: ও নাগডার আদর্শ মৎস্যজীবি সমবায় সমিতি লি:।

১৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS