শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সাহিত্য ও সাংস্কৃতিক বিকাশে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেটের অবদান অতুলনীয়

সাহিত্য ও সাংস্কৃতিক বিকাশে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেটের অবদান অতুলনীয়

হাফিজুল ইসলাম লস্করঃ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেটের (কেমুসাস) ১১৭৪তম সাহিত্য আসর বৃহস্পতিবার (২ নভেম্বর) মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের পাঠাগার সম্পাদক, লেখক ও গবেষক সৈয়দ মোহাম্মদ তাহেরের সভাপতিত্বে ও জীবন সদস্য কবি কামাল আহমদের সঞ্চালনা ও পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সাহিত্য আসরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী। এবং বিশেষ অতিথি ছিলেন কলামিস্ট মো. আব্দুল মালেক।
প্রধান অতিথির বক্তব্যে কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী বলেন, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেটের শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক বিকাশে অনন্য অবদান রেখে যাচ্ছে।
কেমুসাসের ১১৭৪’তম সাহিত্য আসরে উপস্থিত ছিলেন, কেমুসাসের সাধারণ সম্পাদক সৈয়দ মবনু, কার্যকরী পরিষদ সদস্য ফায়যুর রাহমান।
আসরে স্বরচিত লেখাপাঠ করেন সিরাজুল হক, ইব্রাহীম খলিল, বাশিরুল আমিন, আবদুল কাদির জীবন, জীম হামযাহ, বদরুদ্দীন রাব্বানী, সাজন আহমদ সাজু, জোবায়দা বেগম আঁখি। গান পরিবেশন করেন কুবাদ বখত চৌধুরী রুবেল, মো. লিলু মিয়া।
২৮ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS