বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাটোরে বিএনপি নেতা আফতাবের উপর গুলি বর্ষণ

নাটোরে বিএনপি নেতা আফতাবের উপর গুলি বর্ষণ

নাটোর প্রতিনিধি : নাটোরে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম আফতাবকে গুলি করেছে দূর্বত্তরা।

রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার দিকে শহরের স্টেশন বাজার এলাকায় নিজ বাড়ির সামনে তাকে গুলি করে দূর্বত্তরা। বর্তমানে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু।

জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু জানান, রোববার সকাল সাড়ে ৮টার দিকে স্টেশন বাজার এলাকার নিজ বাড়ি থেকে সাইফুল ইসলাম আফতাব বের হচ্ছিলেন। এসময় ৮ থেকে ১০ টি মটরসাইকেলে আসা সন্ত্রাসীরা তাকে গুলি করে। তিনি গুলিবিদ্ধ হয়ে চিৎকার করলে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ডাক্তাররা তার অপারেশনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।

এ ব্যাপারে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শরিফুল ইসমাম রমজান বলেন, আওয়ামী লীগের কোন নেতা-কর্মীরা এই ঘটনা ঘটায়নি। জেলা আওয়ামীলীগ শান্তি সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচী শান্তিপূর্ণ ভাবে পালন করছে।

এবিষয়ে নাটোর সদর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, ‘ঘটনাটি শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

১৯ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS