শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নির্বাচনী সহিংসতা ও চাঁদা দাবির ঘটনায় ইউপি সদস্য বরখাস্ত

নির্বাচনী সহিংসতা ও চাঁদা দাবির ঘটনায় ইউপি সদস্য বরখাস্ত

সাইয়েদ বাবু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়লাভ করে প্রতিপক্ষের উপর হামলা, বাড়ি ভাংচুর ও চাঁদা দাবির ঘটনায় কুড়িগ্রামে আনোয়ার হোসেন নামের এক ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সাথে তাকে কেনো পদ থেকে চূড়ান্ত বরখাস্ত করা হবেনা তার জবাব চাওয়া হয়েছে। আনোয়ার কুড়িগ্রাম জেলার সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য।

জানা যায়, ২০২২ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হয়েই আনোয়ার হোসেন প্রামাণিক তার অনুসারীদের নিয়ে ৭ নভেম্বর ২০২২ তারিখ সন্ধার পর এরশাদুল ও তার ভাই নুর আলমের বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে কয়েকটি ঘরবাড়ি ভাংচুর করে এবং এরশাদুল ও তার ভাই নুর আলম সহ বেশ কয়েকজনকে আহত করে।

এর আগে নুর আলমের স্ত্রীর নির্বাচনী কাজে ৫ লাখ টাকা খরচ করেছেন বলে চাঁদা দাবি করেন নবনির্বাচিত ইউপি সদস্য আনোয়ার হোসেন। চাঁদা না পেয়ে নুর আলমকে বাড়ি থেকে ডেকে হত্যার হুমকি দেন আনোয়ার ও তার সঙ্গীরা। মারধর, বাড়ি ভাংচুর ও হত্যার হুমকির ঘটনায় নুর আলমের ছোট ভাই এরশাদুল বাদী হয়ে আনোয়ার হোসেন সহ বেশ কয়েক জনকে আসামি করে কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন এবং কুড়িগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন যা ঐ সময়ের অধিকাংশ স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশ পায়।

মামলাটি অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান আমলে নিয়ে চাঁদা দাবি সহ অন্যান্য অপরাধের সত্যতা পেলে ১ নং আসামি আনোয়ার হোসেনকে জেল হাজতে প্রেরণ করেন।

আনোয়ার হোসেনের বিরুদ্ধে সদর থানায় দায়েরকৃত মামলা নং-৪৬৬/২২ (কুড়িগ্রাম) দণ্ডবিধির ১৪৩/১৪৪/৪৪৮/৩৬৫/৩৪২/৪২৭/৫০৬/১১৪/ এর অভিযোগ পত্র বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক গৃহিত হওয়ায় স্থানীয় সরকার আইন ২০০৯ এর ৩৪(১) ধারা অনুযায়ী জেলা প্রশাসক ব্যবস্থা গ্রহনের সুপারিশ করায় ১২ অক্টোবর ২০২৩ সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধানের স্বাক্ষরিত এক আদেশ অনুযায়ী ইউপি সদস্য আনোয়ার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়।

২৬ বার ভিউ হয়েছে
0Shares