শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ

পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ

কাজী এনায়েত উল্লাহ, রাজশাহী অফিস:

রাজশাহীর বাঘা উপজেলায় বন্ধুদের সাথে নদীতে গোসল করতে গিয়ে সিয়াম (৮) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

রবিবার (২২ অক্টোবর) দুপুরে ১টার দিকে আবু তাহেরের ঘাট সংলগ্ন পদ্মা নদীতে নিখোঁজ হয়। সে বাঘা পৌরসভার ৩ নং ওয়ার্ড কলিগ্রাম গ্রামের মনোয়ার হোসেন পিন্টুর ছেলে ও কালিদাসখালী প্রাথমিক বিদ‍্যালয়ের ২য় শ্রেণির ছাত্র।
নিখোঁজ শিশুর বাবা মনোয়ার হোসেন পিন্টু জানান,গত ৮ দিন ধরে আমার ছেলে সিয়াম নানার বাড়ী গোকুল বেড়াতে গিয়েছে। দুপুর ১২ টার সময় নানার বাড়ী পাশে নদীতে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে সিয়াম ডুবে যায়।পরে তার সাথে থাকা বন্ধুরা খোঁজাখুঁজি করে না পেয়ে তাদের চিৎকারে নিখোঁজের বিষয়টি স্থানীয় লোকজন জানতে পারে।

বাঘা ফায়ার সার্ভিস ও চারঘাট নৌ-পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে আসেন। ডুবরি দল উদ্ধারে কাজ করছে। রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ শিশুটি উদ্ধার হয়নি।

৩৬ বার ভিউ হয়েছে
0Shares