বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পার্বতীপুরে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

পার্বতীপুরে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা : দিনাজপুরের পার্বতীপুরে এক সাংবাদিককে শারিরীক নির্যাতনের প্রতিবাদে আজ ২০ মার্চ দুপুরে স্থানীয় একটি হোটেলে সাংবাদিক সম্মেলন করেন ওই সাংবাদিক। দৈনিক একুশের বাণী পত্রিকার রিপোর্টার সাংবাদিক আবু সাঈদ সাংবাদিক সম্মেলনে জানান, গত ৬মার্চ পার্বতীপুর শহীদ মিনার সংলগ্ন দরদী হোটেলের সামনে রাত আনুমানিক ১০ টার সময় কয়েকজন মাদকাসক্ত সন্ত্রাসী তার উপর অতর্কিতভাবে হামলা চালায় এবং মারধর করে লাকী বোডিং এর ভিতরে নিয়ে গিয়ে মোবাইল ফোন, ক্যামেরা, ব্যাগ ও টাকা পয়সা ছিনিয়ে নেয়। পরে ছিনতাইকৃত মালামালগুলি হোটেল মালিকের নিকট জমা দিয়ে তারা নানা হুমকী দিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে চলে যায়।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সুস্থ্য হলে তিনি পার্বতীপুর রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১, তারিখ-১২/০৩/২০২৩। সাংবাদিক আবু সাঈদ সংবাদ সম্মেলনে তার উপর সন্ত্রাসী হামলার ঘটনার বর্ণনা দেন এবং দোষী ব্যাক্তিদেরকে অবিলম্বে গ্রেফতার করে শাস্তিমূলক ব্যাবস্থা গ্রহণের দাবী জানান। সেই সাথে সাংবাদিক ভাইদের একতাবদ্ধ থাকতে বলেন ও সকলের সহযোগিতা কামনা করেন। এসময় তার ছেলে মো: জোবায়ের হোসেন তার সাথে ছিলেন।

৬৩ বার ভিউ হয়েছে
0Shares