বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নড়াইলের মহাজন-বড়দিয়া ফেরীঘাটের উদ্বোধনের আগেই ডুবে গেল ফেরী।

নড়াইলের মহাজন-বড়দিয়া ফেরীঘাটের উদ্বোধনের আগেই ডুবে গেল ফেরী।

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি  : নড়াইলের কালিয়া উপজেলার মহাজন-বড়দিয়ার নবনির্মিত ফেরীঘাটের কাজ শেষ হলে যানবাহন পারাপারের জন্য দুইটা ফেরী আনা হয়েছে। আজ থেকে আনুমানিক প্রায় (মার্চ-২০২২ইংসাল) দুই মাস আগে।কিন্তু দুরভাগ্যজনক বিষয় হচ্ছে কতৃপক্ষের অবহেলায় ও সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে একটা ফেরী নদীর তীরে পানির নিচে তলিয়ে যায় অপরটি এখনো চালু হয়নি। কিন্তু বিগত দুই মাস যাবত কতৃপক্ষের অবহেলার কারনে যথাযথ পদক্ষেপে গ্রহন না করায় এখনও ফেরীটি পানির তলায় নির্মজ্জিত অবস্থায় রয়েছে।
এদিকে দিন দিন ফেরীটি অবকাঠামোগত ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।এভাবে আরও কিছুদিন থাকলে ফেরীটি সম্পূর্ণভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়বে। এক্ষেত্রে সরকার ও জনগনের কোটি টাকার সম্পদ শুধুমাত্র দায়িত্বে অবহেলার কারণে অচিরেই ধ্বংসের মুখে পতিত হবে।
এই বিষয় নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।এক্ষেত্রে অন্য ফেরীর মাষ্টারের সাথে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি।
২৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS