শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নড়াইলে ২১৫ পিস ইয়াবা উদ্ধার যুবক গ্রেপ্তার                    

নড়াইলে ২১৫ পিস ইয়াবা উদ্ধার যুবক গ্রেপ্তার                    

উজ্জ্বল রায়, নড়াইল থেকে :   নড়াইলের লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে। রবিবার (২২ মে) দিবাগত রাতে মো. রোমান (১৯) নামে ওই যুবক কে লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের কাঠালতলা বাজার এলাকা থেকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে লোহাগড়া থানা পুলিশের উপ-পরির্দশক (এস আই) সরল কুমার বিশ্বাস এর নেতৃত্বে একদল পুলিশ লোহাগড়া উপজেলার শালনগর কাঠালতলা বাজারে অভিযান চালায় এসময় মো.রোমান এর গতিবিধি সন্দেহ জনক হলে তাকে আটক করে পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে ২১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।আটককৃত রোমান লোহাগড়া উপজেলার শালনগর গ্রামের হারুন মিয়ার ছেলে।
ইয়াবাসহ আটকের বিষয়টি নিশ্চিত করে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন বলেন, তার বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।
৩২ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS