মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
তাহেরপুর পৌরসভায় মটরসাইকেল ও চার্জার ভ্যানগাড়ি চুরি হিড়িক আইন শৃঙ্খলা চরম অবনতি

তাহেরপুর পৌরসভায় মটরসাইকেল ও চার্জার ভ্যানগাড়ি চুরি হিড়িক আইন শৃঙ্খলা চরম অবনতি

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভায় চুরির ঘটনায় সম্প্রতি আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি দেখা দিয়েছে। এতে জনমনে চরম উদ্বেগ বেড়ে গেছে। এসব ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর চরম অবহেলা ও গাফিলতির কারণে তাহেরপুর পৌর এলাকায় চার মাসের ব্যবধানে দিনে দুপুরে পায় ৬ টি মটরসাইকেল (বাইক) এবং আটো চার্জার ব্যাটারি ভ্যানগাড়ি ২০ টিরও বেশি চুরি হয়েগেছে। এসব চুরির ঘটনায় এলাবাসির মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। তবে তাহেরপুর তদন্ত কেন্দ্রের পুলিশি টহল জোরদার না থাকার কারণে একের পর এক এই মাটরসাইকেল ও ভ্যান গাড়ি চুরির ঘটনা ঘটে চলেছে। আর সেকারনে ধরাছোঁয়ার বাইরে রয়েছে চোর সিন্ডিকেট চক্রটি। এদিকে,তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রে অনেকে অভিযোগ করেছেন। কিন্তু পুলিশ নীরব থাকায় চোর সিন্ডিকেটেরা আর বেপোয়ারা হয়ে তাদের চুরি ব্যবসা জোর তালে চালিয়ে যাচ্ছে। সরজমিনে তাহেরপুর হাট এলাকা ঘুরে জানাগেছে,গত চার মাস আগে তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রে অবস্থিত ডিএসবির সদস্য মো: কাজিম উদ্দিন তাহেরপুর ডিগ্রি কলেজ মসজিদে জোহরের নামাজ আদায় করার জন্য মসজিদের গেটের সামনে বাজাজের ১০০সিসি ডিকোভার মটর সাইকেল রেখে নামাজ আদায় করে দেখেন তার মটরসাইকেলটি চোর সিন্ডিকেটেরা চুরি করে নিয়েগেছে। এর এক সপ্তহ রুনা ব্যাটারীর মালিক হামিদ হাইস্কুল মসজিদের গেটের সামনে বাজাজের ১০০সিসি ডিকোভার মটর সাইকেল রেখে নামাজ আদায় করে দেখেন তার মটরসাইকেলটি চোররা চুরি করে নিয়েগেছে। একই কায়দায় তাহেরপুর পৌরসভার বিভিন্ন অলিগলি থেকে আর তিনটি মটর বাইক চুরি করে নিয়ে যায়। এবং সর্বশেষ গত সোমবার তাহেরপুর পুরাতন পেয়াজ হাটা ইয়াহিয়া কাজির ছেলের পালসার গাড়ির তালা ভেঙ্গে চুরি করে নিয়ে যায় চোরেরা। এছাড়া গতচার মাসে তাহেরুের শুক্রবার-সোমবার হাট বারে আটো চার্জার ভ্যানগাড়ি ২০ টিরও বেশি চোরেরা চুরি করে নিয়েগেছে। ফলে আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী পুলিশের চরম অবহেলা ও গাফিলতির কারণে এখন পর্যন্ত উদ্ধার হয়নি একটি মোটরসাইকেল ও চার্জার ভ্যানগাড়িও। আর তার কারনে তাহেরপুর পৌরসভায় আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি দেখা দিয়েছে।

৫৮ বার ভিউ হয়েছে
0Shares