বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সাপাহারে ভূমিসেবা সপ্তাহ পালন।।

সাপাহারে ভূমিসেবা সপ্তাহ পালন।।

তছলিম উদ্দীন,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: “স্মাট ভূমিসেবা, স্মার্ট নাগরিক” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে ভূমিসেবা সপ্তাহ পালন করা হয়েছে। উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমিসেবা সপ্তাহ পালন উপলক্ষে শনিবার সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস চত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ সভা কক্ষে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে র্ভাচ্যুয়ারী উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার। ভূমিসেবা সপ্তাহ পালন অনুষ্ঠানে ভূমি অধিকার, ভূমি মালিক, খাজনা খারিজ দলিল দস্তাবেদ সহ বিভিন্ন প্রকার আইনের ব্যাখ্যা দিয়ে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন বিস্তারিত বক্তব্য প্রদান করেন। এসময় সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল, অফিসার ইনচার্জ (ওসি) পলাশ দেবও ভূমিসেবা সপ্তাহ পালনের উপর বিশেষ বক্তব্য প্রদান করেন।

এর পর মাননীয় প্রধান মন্ত্রী কর্তৃক “ক” শ্রেণীর ভূমিহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে এক “প্রেস ব্রিফিং” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা পরিষদের সকল দপ্তরের প্রধান গন স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীগন সেখানে উপস্থিত ছিলেন।

১৮ বার ভিউ হয়েছে
0Shares