শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নেত্রকোণায় ডিবি পুলিশের অভিযান  ১১০ বোতল ভারতীয় মদসহ দুই চোরাকারবারী আটক

নেত্রকোণায় ডিবি পুলিশের অভিযান  ১১০ বোতল ভারতীয় মদসহ দুই চোরাকারবারী আটক

এ কে  এম  আব্দুল্লাহ, নেত্রকোণাঃ  নেত্রকোণায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ নেত্রকোনার পূর্বধলায় অভিযান চালিয়ে আমদানী।  বিভিন্ন ব্র্যান্ডের ১১০ বোতল ভারতীয় মদসহ দুই চোরাকারবারীকে আটক করেছে।
 নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ লুৎফুর রহমান সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তি মারফত জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ এর তত্ত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ হারুন অর রশিদ এর দিক নির্দেশনায় এবং ওসি, ডিবি (পশ্চিম) মোহাম্মদ শাহনূর আলমের নেতৃত্বে এস আই সঞ্জয় সরকার, এ এস আই মোঃ মফিজুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে ৪ অক্টোবর (বুধবার) দুপুর সাড়ে ১২ টার দিকে পূর্বধলা চৌরাস্তার ইলাশপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ ১১০ বোতল ভারতীয় মদসহ দুই চোরাকারবারীকে আটক করে।
আটককৃত চোরাকারবারীরা হচ্ছে, নেত্রকোণা জেলার দূর্গাপুর উপজেলার চন্ডীগড় গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে মোঃ মাহফুজুল ইসলাম (২২) এবং  পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের নারায়ণ ডহর গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে মোঃ বোরহান উদ্দিন (৩৮)।
এ ব্যাপারে ডিবি’র এস আই সঞ্জয় সরকার বাদী হয়ে আটককৃত চোরাকারবারীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করে।
৬৩ বার ভিউ হয়েছে
0Shares