শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
আক্কেলপুরে ছাগল, ভেড়ার পিপিআর ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন

আক্কেলপুরে ছাগল, ভেড়ার পিপিআর ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন

আক্কেলপুর(জয়পুরহাট)প্রতিনিধিঃ দেশব্যাপী ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূলের লক্ষ্যে পিপিআর ও ক্ষুরারোগ নির্মূল এবং নিয়ন্ত্রন প্রকল্পের আওতায় জয়পুরহাটের আক্কেলপুরে বিনামুল্যে পিপিআর টিকা প্রদান ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার দুপুরে উপজেলার কেশবপুর গ্রামে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ব্যবস্থাপনায় ছাগল ও ভেড়ার টিকা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা ভেটেরিনারি অফিসার ডাঃ রুস্তম আলী। এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রাশেদুল ইসলাম প্রমুখ।

উপজেলা প্রাণিসম্পদ অফিস জানায়, ৩০ সেপ্টেম্বর থেকে আগামী ৯ অক্টোবর ২০২৩ পর্যন্ত মোট ৭টি বিশেষ টিমের মাধ্যমে উপজেলার সব এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। এই সময়ের মধ্যে প্রায় ৬৯ হাজার ছাগল ও ভেড়াকে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান করা হবে।

২৩ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS