শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মেহেরপুরে মুক্তিযুদ্ধের সংগঠক ছহিউদ্দিন বিশ্বাস এর ৩৩তম মৃত্যুবার্ষিকী পালন

মেহেরপুরে মুক্তিযুদ্ধের সংগঠক ছহিউদ্দিন বিশ্বাস এর ৩৩তম মৃত্যুবার্ষিকী পালন

মেহের আমজাদ,মেহেরপুর : মুক্তিযুদ্ধের সংগঠক ছহিউদ্দিন বিশ্বাস এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের সংগঠক, মেহেরপুর জেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি,সাবেক জাতীয় সংসদ সদস্য ও জেলা গভর্নর মরহুম ছহিউদ্দিন বিশ্বাসের ৩৩তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
মঙ্গলবার সকালে মেহেরপুর ছহিউদ্দিন ডিগ্রি কলেজের উদ্যোগে ছহিউদ্দিন বিশ্বাসের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছহিউদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ একরামুল আজিমের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি ও ছহিউদ্দিন ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্য প্রফেসর হাসানুজ্জামান মালেক। বক্তব্য রাখেন ছহিউদ্দিন ডিগ্রি কলেজের উপাধাক্ষ্য মহসিন আলী আঙ্গুর,মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান খোকন,সহকারী অধ্যাপক মাসুদ রেজা,ড.মোহাম্মদ আলিবুদ্দীন প্রমুখ। এর পরে মরহুম ছহিউদ্দিন বিশ্বাস এর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এদিকে এর আগে ছহিউদ্দিন বিশ্বাস এর ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছহিউদ্দিন বিশ্বাস এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। ছহিউদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ একরামুল আজিম, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি ও ছহিউদ্দিন ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্য প্রফেসর হাসানুজ্জামান মালেক উপস্থিত থেকে পুষ্প মাল্য অর্পণ করেন।

 

৮৯ বার ভিউ হয়েছে
0Shares