বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মেহেরপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের শুদ্ধাচার পুরষ্কার প্রদান

মেহেরপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের শুদ্ধাচার পুরষ্কার প্রদান

মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুর জেলা প্রশাসন ও অধীনস্থ অফিসসমূহে সরকারি কর্মরত কর্মকর্তা-কর্মচারিদের শুদ্ধাচার পুরষ্কার ২০২২-২৩ প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুদ্ধাচার পুরষ্কার ২০২২-২৩ প্রদান করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম পুরষ্কার প্রাপ্তদের হাতে ক্রেস্ট, সম্মাননা ও পুরষ্কারের চেক তুলে দেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিউজা-উল জান্নাহ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল কাদির মিয়া,গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী প্রমূখ উপস্থিত ছিলেন। সরকারি দায়িত্ব পালনে উত্তম চর্চার স্বীকৃতিস্বরূপ জেলা প্রশাসকের কার্যালয় থেকে ৪র্থ-৯ম গ্রেড গ্রুপে সিনিয়র সহকারী কমিশনার, ১০-১৬ তম গ্রেড গ্রুপে আর ডি সি মোছাঃ রনী খাতুন,অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং ১৭-২০ তম গ্রেড গ্রুপে যৌথভাবে মোঃ তৌহিদুল ইসলাম, মোঃ শাহীনুর ইসলাম, অফিস সহায়ক টুটুল কুমার বিশ্বাস, নিরাপত্তা প্রহরী শুদ্ধাচার পুরষ্কারে ভূষিত হয়েছেন। এ ছাড়া অধীনস্থ অফিস সমূহের মধ্যে ৪র্থ-৯ম গ্রেড গ্রুপে সহকারী কমিশনার (ভূমি) মেহেরপুর সদর আব্দুল্লাহ আল বাকী। ১০-১৬তম গ্রেড গ্রুপে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক,উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, মুজিবনগর এবং ১৭-২০ তম গ্রেড গ্রুপে মোঃ জালাল হোসেন। ,অফিস সহায়ক, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়,গাংনী বেগম মোছাঃ রোজিফা খাতুন শুদ্ধাচার পুরষ্কারে ভুষিত হয়।

১৮৭ বার ভিউ হয়েছে
0Shares