শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
তানোর পৌর যুবলীগের ওয়ার্ড  সম্মেলন অনুষ্ঠিত 

তানোর পৌর যুবলীগের ওয়ার্ড  সম্মেলন অনুষ্ঠিত 

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর পৌরসভার ১ ও ২ এবং ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলের দিকে পৌর এলাকার তালন্দ এএম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় সম্মেলন। পৌর যুবলীগের নব নির্বাচিত সভাপতি কাউন্সিলর রোকনুজ্জামান জনির সভাপতিত্বে ও সম্পাদক আলফাজ উদ্দিনের সঞ্চালনায় ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উদ্ধোধন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন  উপজেলা যুবলীগের সাধারণ  সম্পাদক জুবায়ের ইসলাম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন  উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক চাপড়া স্কুলের প্রধান শিক্ষক জিল্লুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি আসলাম উদ্দিন, সম্পাদক আবুল বাসার সুজন, বাধাইড় ইউপি চেয়ারম্যান ইউপি সভাপতি আতাউর রহমান, তালন্দ স্কুলের প্রধান শিক্ষক আলতাব উদ্দিন, কাউন্সিলর তাসির উদ্দিন  প্রমুখ।
সর্বসম্মতিক্রমে ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি নির্বাচিত করা হয় মাহাবুর রহমান খোকন, সম্পাদক নির্বাচিত হন সুজন কুমার।
২ নম্বর ওয়ার্ড সভাপতি হন নাসির উদ্দীন, সম্পাদক নির্বাচিত হন আব্দুল মতিন।
৩ নম্বর ওয়ার্ডের সভাপতি নির্বাচিত হন আব্দুল হাকিম, সম্পাদক নির্বাচিত হন ফজলুর রহমান।
প্রধান অতিথি চেয়ারম্যান ময়না বলেন, আগামী ২৯ সেপ্টেম্বর জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই সম্মেলনে তানোর উপজেলার প্রতিটি ইউনিট থেকে যুবলীগের নেতাকর্মী সবাইকে সম্মেলন সফল করতে যোগদান করতে হবে। জেলা ও কেন্দ্রীয় নেতারা যেন বুঝতে পারে তানোরের মাটি যুবলীগের ঘাটি, যে কোন সময়ের চেয়ে যুবলীগ শক্তিশালী সংগঠনে রুপান্তর হয়েছে বিপুল উপস্থিতির মাধ্যমে জানান দিতে হবে। অবশ্য সম্মেলন সফক করতে ইতিপূর্বেই উপজেলার প্রায় সব ইউনিটেই প্রস্তুতি সভা শেষ হয়েছে,যে দু একটা বাকি আছে সম্মেলনের আগেই শেষ হবে বলেও জানান চেয়ারম্যান ময়না। সম্মেলনে তিন ওয়ার্ডসহ পৌর এলাকার বিপুল সংখ্যাক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
৩৮ বার ভিউ হয়েছে
0Shares