বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
দুশ্বিমপাড়া কলাবাগান-চিলাদি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন জরুরী।

দুশ্বিমপাড়া কলাবাগান-চিলাদি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন জরুরী।

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ৩নং চাষিরহাট ইউনিয়নের কৈইয়া থেকে সেনবাগ উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়নের পাঁচতুপা শেষ সীমান্ত পর্যন্ত রাস্তা পাকা ও দুই উপজেলার সীমান্তবর্তী এলাকায় সরু ব্রিজ সংস্কার করা জরুরী প্রয়োজন। দুই উপজেলার সীমান্ত এলাকার কৈইয়া-কাঠালী-পাঁচতুপা পর্যন্ত সরু রাস্তা ও দুই উপজেলা সীমান্তবর্তী সরু ব্রিজ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন আদৌ হয়নি। এই রাস্তাটির প্রথম অংশ পাকা করা হয়েছে এবং শেষ অংশ পাকা করা হয়েছে। মাঝখানে কৈইয়া-কাঠালী এলাকার নোয়াখালীর দুই উপজেলা সীমান্ত এলাকায় অংশটি কাঁচা আছে আজও। নোয়াখালী-কুমিল্লা মহা-সড়কের দুশ্বিমপাড়া (কলাবাগান) থেকে সোনাইমুড়ী উপজেলার ৩নং চাষিরহাট ইউনিয়নের কৈইয়া-কাঠালী দিয়ে সেনবাগ উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়নের পাঁচতুপা হয়ে চিলাদি কমিউনিটি ক্লিনিক হাসপাতাল (মুন্সি বাড়ী মোড়) পর্যন্ত রাস্তাটি উন্নয়ন করার পাশাপাশি দুই উপজেলা শেষ সীমান্তবর্তী এলাকায় সরু ব্রিজ পুন-র্র্নিমাণ করে দেওয়া হলে অবহেলিত সোনাইমুড়ীর পূর্বাঞ্চল ও ছাতারপাইয়ার জনগণ উপকৃত হবে।

এ রাস্তা দিয়ে সহজেই ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী-মাইজদী কোর্ট, কুমিল্লা, বৃহত্তর ছাতারপাইয়া, তালতলা-ভুঁইয়ার বাজার, চিলাদি, পাঁচতুপা, তেমুহনী বাজার আসা-যাওয়া করা যাবে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্ঠি আকর্ষণ করছি ।

৪০১ বার ভিউ হয়েছে
0Shares