বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নওগাঁয় ৪ দিন ব্যাপী শুরু হচ্ছে ‘কত্থক নৃত্যের কর্মশালা’

নওগাঁয় ৪ দিন ব্যাপী শুরু হচ্ছে ‘কত্থক নৃত্যের কর্মশালা’

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় চারদিন ব্যাপী শুরু হতে যাচ্ছে ‘কত্থক নৃত্যের কর্মশালা’। আগামী ২০ থেকে ২৩ সেপ্টেম্বর জেলা নৃত্যাঞ্জলি একাডেমীর আয়োজনে জেলা প্রেসক্লাব মিলনায়তনে কর্মশালাটি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- জেলা পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন নৃত্যাঞ্জলি একাডেমীর উপদেষ্টা ও জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন কলকাতার রবীন্দ্র ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে কত্থক নৃত্যের ওপর বিএ (অর্নাস), এমএ এবং পি.এইচ.ডি অর্জন করা ডঃ মানব পাড়ই। তিনি কলকাতার বাসীন্দা। তিনি নৃত্যাঞ্জলি একাডেমীর শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করবেন। নৃত্যাঞ্জলি একাডেমি পরিচালক মোঃ শহিদুল ইসলাম সেলিম বলেন- আমরা বছরে দু’বার এমন কর্মশালা করে থাকি।  বাচ্চারা যেনো শুদ্ধ নৃত্য চর্চা করতে পারে। কারণ নাচ এখন বহুদূর এগিয়ে গেছে। মানুষ এখন নাচের উপর পড়াশোনা করছে। আমার প্রতিটা অভিভাবকদের অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমাকে সাহস জুগিয়েছেন।

৬২ বার ভিউ হয়েছে
0Shares