বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রাজশাহীর চারঘাটে দিনেদুপুরে চুরি। 

রাজশাহীর চারঘাটে দিনেদুপুরে চুরি। 

বাঘা প্রতিনিধি :  রাজশাহী জেলা চারঘাট উপজেলার  রামচন্দ্রপরে দিনে-দুপুরে বাসা বাড়ির নিচে থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার ৮ই সেপ্টেম্বর বেলা দেরটার দিকে রামচন্দ্রপরের টিটু মাষ্টারের বাড়ির নিচ তলা থেকে মোটরসাইকেলটি চুরি হয়।
জানা গেছে, মটর সাইকেল মালিক একজন পল্লীবিদ্যুৎ কর্মী তিনি কুমিল্লা জেলার সুলতানপুর গ্রামের মোঃ আলী আক্কাছের সন্তান  মোঃ শাহজালাল বেলা ১টার দিকে জুম্মার নামাজের জন্য বাসা বাড়ির নিচে মোটরসাইকেল রেখে নামাজে যান। এসময় তার নিজের পালছার ১৫০সিসি লাল ও কালো কালার (নাটোর- ল ১২-৩১৫৬) নম্বরের মোটরসাইকেলটি  রেখে নামাজের জন্য মসজিদে যায়। নামাজ পরেই উক্ত স্থানে ফিরে এসে দেখেন তার মোটরসাইকেলটি নেই। এরপর বিভিন্ন স্থানে খুঁজে মোটরসাইকেলটি পাওয়া না গেলে চারঘাট থানায় অভিযোগ করেন শাহাজালাল।
এবিষয়ে চারঘাট থানার অফিসার ইনচার্জ ও মামলার আয়ও এসআই খাইয়ুম জানান, বাসা বাড়িথেকে মোটরসাইকেল চুরির বিষয়টি শুনেছি। এ বিষয়ে একটি অভিযোগ  করেছেন ভুক্তভোগী। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। এবং সন্ধান পেলে আইন গত ব্যবস্থা গ্রহন করা হবে।
এই বিষয়ে ভুক্তভোগী শাহজালাল জানান,চুরির ছয়দিন অতিবাহিত হলেও এখনো কোন চোর ও মটরসাইকেলের কোন সন্ধান পাওয়া যায়নি।
৩৫ বার ভিউ হয়েছে
0Shares