শনিবার- ১লা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
<span class="entry-title-primary">তাহেরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী পালিত</span> <span class="entry-subtitle">তাহেরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী পালিত</span>

তাহেরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী পালিত তাহেরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী পালিত

নাজিম হাসান,রাজশাহী থেকে:
রাজশাহী বাগমারার তাহেরপুর পৌরসভায় যথাযথ মর্যাদায় ১৫ই আগষ্ট উপলক্ষে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার সকাল ৮টার সময় তাহেরপুর ডিগ্রি কলেজ গেটে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যালে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমীত এবং কালো পতাকা উত্তোলন করা হয়। পরে হরিলতা দলীয় কার্যাললে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে তাহেরপুর পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আবু বাক্কার মৃধা মুনছুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তিন-তিনবারের সফল মেয়র ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ। এসময় তিনি বক্তব্যে বলেন,জাতির জনক বঙ্গবন্ধু এমন এক জাতি জন্ম দিয়ে গেছেন,যে জাতির মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস পেয়েছে। বাঙ্গালি জাতিকে এমন দিক-দর্শন দিয়ে গেছেন, সে দিক-দর্শনের দিকে তাকিয়ে বাঙ্গালি জাতি এখন এগিয়ে চলেছে। ও বঙ্গবন্ধু যে আদর্শ রেখে গেছেন তা আমাদের অনুসরণ করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের পররাষ্ট্র নীতি প্রণয়নে যে অসাধারণ দূরদৃষ্টি ও সাহসীকতা প্রদর্শন করেন তা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে। বঙ্গবন্ধু ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফিরে আসার পরপরই তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশ থেকে তাদের সৈন্য প্রত্যাহার করার অনুরোধ জানান এবং সে অনুরোধের জবাবে, ভারত সরকার তাদের সৈন্য প্রত্যাহার করে নেয়। এবং বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আদর্শকে হত্যা করতে পারেনি কুচক্রীরা। বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের ব্যাপক উন্নয়ন ঘটিয়ে মধ্য আয়ের দেশে রূপান্তরিত করেছে।

৪৫ বার ভিউ হয়েছে
0Shares