শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পার্বতীপুরে এ্যাড. মোস্তাফিজুর রহমান মহিলা বিএম কলেজের একাডেমিক ভবন উদ্ধোধন

পার্বতীপুরে এ্যাড. মোস্তাফিজুর রহমান মহিলা বিএম কলেজের একাডেমিক ভবন উদ্ধোধন

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের পার্বতীপুরে এ্যাড. মোস্তাফিজুর রহমান মহিলা বিএম কলেজের নবনির্মিত একাডেমিক ভবন উদ্ধোধন করা হয়েছে। আজ বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে একাডেমিক ভবন উদ্ধোধন করেন- প্রাথমিক-গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমান এমপি। ভবন উদ্ধোধন শেষে তিনি কলেজ চত্বরে একটি কৃষ্ণচুড়ার চারা রোপন করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাহিনুর ইসলাম, উপজেলা চেয়ারম্যান মো: হাফিজুল ইসলাম প্রমাণিক, এ্যাড. মোস্তাফিজুর রহমান মহিলা বিএম কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি কাজী কাহাফুল ওয়ারা সালামী, খোলাহাটি ডিগ্রী কলেজ অধ্যক্ষ মবিদুল ইসলাম, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক সরদার ও পার্বতীপুর আদর্শ ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক রুবিনা আক্তার প্রমুখ। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দিনাজপুর কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের নির্মান কাজ বাস্তবায়ন করেন। এতে ব্যয় ধরা ৮৫ লাখ টাকা।

৬৮ বার ভিউ হয়েছে
0Shares