বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কামটু ওয়ার্ক, ( সিটি ডাব্লিউ) র আয়োজনে বাল্যবিবাহ,যৌতুক নিরোধ বিযয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কামটু ওয়ার্ক, ( সিটি ডাব্লিউ) র আয়োজনে বাল্যবিবাহ,যৌতুক নিরোধ বিযয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

একরামুল হক বেলাল, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : কামটু ওয়ার্ক, ( সিটি ডাব্লিউ) র আয়োজনে বাল্যবিবাহ,যৌতুক নিরোধ বিযয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার দুপুর ১২ টায় কামটু ওয়ার্ক, ( সিটি ডাব্লিউ) দিনাজপুর শহর শাখায় বাল্যবিবাহ,যৌতুক নিরোধ বিযয়ক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কামটু ওয়ার্ক, ( সিটি ডাব্লিউ) নিবার্হী পরিচালক মতিউর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মোরের্দ আলী খান উপ পরিচালক মহিলা বিযয়ক অধিদপ্তর দিনাজপুর। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কামটু ওয়ার্ক, ( সিটি ডাব্লিউ) র চেয়ারপার্সন মাহফিজুল ইসলাম রিপ, আলেয়া বেগম নিবার্হী পরিচালক মেঘনা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা দিনাজপুর, পিংকি বেগম সভানেত্রী সোনালী মহিলা উন্নয়ন সংস্থা দিনাজপুর। বক্তব্য রাখেন,আফরোজা বেগম পাটুয়াপাড়া সমিতির দল নেত্রী,ইসমোয়ার বেগম পাটুয়াপাড়া মহিলা সমিতি দল নেত্রী, রহিমা বেগম নিউ কলোনী সমিতির দল নেত্রী , রুমা বেগম রাজবাটি কামলিপাড়া সমিতির সদস্য ও পলি আত্তার পাটুয়া পাড়া সমিতির সদস্য প্রমুখ।
৫৬ বার ভিউ হয়েছে
0Shares