শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পুতুলের গায়ে ১০১টি সুই, আতঙ্কে পরিবার,এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

পুতুলের গায়ে ১০১টি সুই, আতঙ্কে পরিবার,এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

সাইয়েদ বাবু,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি-: লাল সাদা রঙের একটি পুতুলের গায়ে ১০১টি সুই ঢুকানো দেখে আতংকিত হয়ে পড়েছে কুড়িগ্রামের একটি পরিবার। যার ফলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ওই এলাকায়। কুড়িগ্রাম পৌরসভার ৭নং ওয়ার্ডের কলেজ পাড়া এলাকার মৃত মাজেদুল ইসলামের বাড়িতে ঘটনাটি ঘটেছে।

সোমবার (১৫ জানুয়ারি) সকালে বাড়ির ভিতর থেকে পুতুলটি উদ্ধার করে ওই পরিবারটি।স্থানীয়রা জানান, সকালে মাজেদুল ইসলামের বাড়িতে হইচৈ শুনে গিয়ে দেখতে পাই একটা লাল সাদা পুতুলের গায়ে অনেকগুলো সুই ঢুকানো। তারা বলেন কেউ যাদু টোনা করার জন্যই হয়তো এমনটা করেছে। পুতুলটি দেখে পরিবারটি আতংকিত হয়ে পড়েছে।

বাড়ির বাসিন্দা মর্জিনা বেগম (৩৬) বলেন, আমি সকালে ঘুম থেকে উঠে ঘর থেকে বের হয়ে হাটতে বাহির হই।পরে বাড়ি এসে মেয়েকে স্কুলে যাওয়ার জন্য রেডি করতে ছিলাম। হঠাৎ আমার মেয়ের চোখে পুতুলটি পড়ে। সে পুতুলটি নিতে গিয়ে দেখে তার গায়ে অনেক গুলো সুই ঢুকানো ।

তিনি আরও বলেন, পরে আমি আমার ভাইকে ডাকি এবং পাড়া প্রতিবেশিদের খবর দেই। আমাদের তো কারও সাথে কোন ঝগড়া বিবাদ নেই। কেন মানুষ এমনটা করলো, এটা নিয়ে আমরা সবাই অনেক দুঃশ্চিন্তায় আছি।

স্থানীয় সাংবাদিক আব্দুল্লা আল মুজাহিদ সাহেদ বলেন, আমাদের এলাকার একটি বাড়িতে কেবা কারা একটি পুতুল রেখে গেছেন। পুতুলের গায়ে ১০১টি সুই ঢুকানো। এমন দেখে পরিবারটি আতঙ্কে আছেন। সব মিলিয়ে এলাকায় একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানিয় সমাজ সেবক ও এনজিও ব্যক্তিত্ব রফিকুল হায়দার বলেন সকাল বেলা প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারি ঐ বাড়িতে একটি পুতুল পাওয়া গেছে এবং পুতুলটির গায়ে ১০১টি সুচ ডুকানো, বিষয়টি আমার কাছে সন্দেহ জনক।

১৬২ বার ভিউ হয়েছে
0Shares