শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সুজানগরে সমলয়ে চাষাবাদে রাইস ট্রান্সপ্ল্যান্টারের সাহায্যে ধানের চারা রোপণ

সুজানগরে সমলয়ে চাষাবাদে রাইস ট্রান্সপ্ল্যান্টারের সাহায্যে ধানের চারা রোপণ

সুজানগর (পাবনা)প্রতিনিধি: উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে,রবি মৌসুমে ৫০ একরের বøক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে হাইব্রিড জাতের বোরো ধানের সমলয়ে চাষাবাদের নিমিত্ত কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয়ে চাষাবাদে রাইস ট্রান্সপ্ল্যান্টারের সাহায্যে ধানের চারা রোপণ করা হয়েছে। সোমবার দুপুরে পাবনার সুজানগর উপজেলার ভায়না ইউনিয়নের ধানের চারা রোপণ করা হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন, জেলা কৃষি সম্প্রসারণের উপপরিচালক ড. মোঃ সাইফুল আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথির বক্তব্য দেন, পৌরসভার মেয়র রেজাউল করিম, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা রাফিউল ইসলাম।এ সময় আরো বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা উপ উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলমগীর হোসেন।

২০ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS