শুক্রবার- ২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৪ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সাপাহারে মোবাইল কোর্ট অভিযান, অবৈধ জাল জব্দ ও অর্থদণ্ড

সাপাহারে মোবাইল কোর্ট অভিযান, অবৈধ জাল জব্দ ও অর্থদণ্ড

হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে বুধবার দুপুরে আনোয়ার নামে সুতা ও সেলাই মেশিন ব্যবসায়ীর হক মার্কেট গোডাউন ঘরে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে  লক্ষাধিক টাকার অবৈধ্য কারেন্ট ও রিং জাল জব্দ ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেস ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা রোজিনা পারভীন ও থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) এমদাদুল হক সঙ্গীও ফোর্স সহ উপস্থিত ছিলেন। পরে অবৈধ জালগুলো উপজেলা চত্বরের শহীদ মিনার এর সামনে ধ্বংস করা হয়েছে।
অবৈধভাবে মাছ নিধন ও জনস্বার্থে ভবিষ্যতে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেস ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন ।
৮৮ বার ভিউ হয়েছে
0Shares