শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সৈয়দপুরে স্ত্রী পরকীয়ায় আসক্ত হওয়ায় থানায় স্বামীর অভিযোগ 

সৈয়দপুরে স্ত্রী পরকীয়ায় আসক্ত হওয়ায় থানায় স্বামীর অভিযোগ 

সৈয়দপুর নীলফামারী প্রতিনিধি দুলাল সরকার : পরকিয়া প্রেমে আশক্ত হওয়ায় স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন এক ভূক্তভোগী স্বামী জানা গেছে সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পশ্চিম বেলপুকুর গ্রামের কাগজিপাড়া মরহুম নুরু আলমের পুত্র মোঃ নুর হোসেন (শাকিল) (২৫) ৩ বছর আগে পার্শ্ববর্তী ব্রমত্তর গ্রামের নতুন হাট এলাকার মোঃ জাহেদুল হকের মেয়ে বন্যা খাতুন ওরফে বর্ষা (২৩) এর সাথে বিয়ে হয়। কিন্তু বিয়ের কয়েক বছর যেতে না যেতেই তার স্ত্রী উক্ত বর্ষা পাশের বাড়ী এক ছেলের সাথে পরকিয়া প্রেমে আশক্ত হয়ে পড়েন। এরই ধারাবাহিকতায় প্রায় ১ বছর থেকে প্রতিবেশি মোঃ মোকসেদ আলীর পুত্র আলামিন (২৬) এর সাথে বর্ষা পরকিয়া প্রেমে আশ্রক্ত হয়ে পড়েন। এমতাবস্থায় গত ২২/০৮/২০২৩ ইং তারিখে আনুমানিক ২ ঘটিকার সময় ভূক্তভোগী স্বামী শাকিলের অনুপস্থিতে আলামিন তার বাড়িতে অনুপ্রবেশ করে অশামাজিক কাজে লিপ্ত হন। সেই সময় এলাকাবাসী জানতে পেরে দুজনকেই হাতে নাতে ধরে ফেললে আলামিন প্রাচিল ডিঙ্গিয়ে পালিয়ে যান। এক পর্যায়ে এলাকাবাসী এই ব্যাপারে বিচার চাইতে গেলে এলাকার একটি কুচক্রী লোভী মহল ধর্ষক আলামিনের পরিবারের কাছ থেকে ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা আদায় করে মিমাংসা করেন এবং সঙ্গে সঙ্গে ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা বুঝে নিয়ে ধর্ষককে রেহাই দেন। এদিকে শাকিল এর স্ত্রী জরিমানার টাকা নিয়ে তার বাবার বাড়িতে যান এবং বাবাকে টাকা বুঝে দিয়ে কিছুক্ষণ পর শাকিলের বাড়ীতে এসে তার উপর বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ঘর সংসার করতে চান। কিন্তু অসহায় শাকিল তার হুমকি ধামকী ভয় পেয়ে বর্তমানে নিরাপত্তা হীনতায় ভূগিতেছেন। যদিও এ ব্যাপারে নুর হোসেন শাকিল গত ২২/০৮/২০২৩ ইং তারিখে সৈয়দপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই ব্যাপারে শাকিল এর সাথে কথা হলে তিনি বলেন আমার স্ত্রী বর্তমানে পরকিয়া প্রেমে আশক্ত হয়ে আমার একমাত্র সন্তান এবং আমার সংসারের মারাত্তক ক্ষতি সাধন করার অপচেষ্টায় লিপ্ত আছেন। তাই আমি এ ব্যাপারে প্রশাসন সহ এলাকার সুশিল সমাজের সহযোগিতা কামনা করছি। অপরদিকে উক্ত ঘটনার বিষয়ে অভিযুক্ত বর্ষার পিতার বাড়িতে গেলে তার দেখা না পাওয়ায় তার পিতার সাথে কথা হলে ঘটনার সত্যতা ও জরিমানারা টাকা বুজিয়ে পাওয়ার কথা স্বীকার করেন ।

৪১১ বার ভিউ হয়েছে
0Shares