সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ধর্মীয় শিক্ষকসহ ৫জনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবীতে পটুয়াখালীতে মানববন্ধন

ধর্মীয় শিক্ষকসহ ৫জনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবীতে পটুয়াখালীতে মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি ; পটুয়াখালীর দশমিনা উপজেলার পূর্ব আলীপুরা মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাও. মো. খলিলুর রহমানসহ ৫জন এঁর বিরুদ্ধে বানোয়াট, ভিত্তহীন ও মিথ্যা মামলা প্রত্যাহার এবং বিভ্রান্ত ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা শাখা। শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদের সামনের সড়কে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে প্রায় দেড় শতাধিক শিক্ষক কর্মচারী আংশ গ্রহন করেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি ও বাংলা বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আনোয়ার হোসেন।

এ সময় বক্তব্য রাখেন-আরেফাতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, ভুক্তভোগী শিক্ষক পুর্ব আলীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাও. মো. খলিলুর রহমান ও পশ্চিম আলীপুর ব্রজবাসী রায় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমূখ।

বক্তারা বলেন, অভিলম্বে ধর্মীয় শিক্ষক মাও. মো. খলিলুর রহমানসহ ৫জনের বিরুদ্ধে দশমিনা থানায় মামলা নং-০১ তারিখ ৪/৮/২৩ মিথ্যা মামলা প্রত্যাহারসহ তার বিরুদ্ধে সকল ষড়যন্ত্র বন্ধের দাবি জানান। মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠনের লোকেরাও অংশগ্রহণ করেন।

১৩ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS