শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রাজশাহীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ৪ হত্যা মামলার মূল হোতা আটক

রাজশাহীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ৪ হত্যা মামলার মূল হোতা আটক

কাজী এনায়েত উল্লাহ, রাজশাহী অফিস:

রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ৪ জন হত্যা মামলার ৬ নং আসামী জালাল মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার ভোর সাড়ে ৪ টার দিকে ঠাকুরগাঁও জেলার রাণীশংকর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জালাল ওই হত্যার মূল পরিকল্পনাকারীদের মধ্যে অন্যতম। এর আগেও ওই জমি নিয়ে বিরোধের মারামারিতে জড়িত এবং আগের একটি মামলার আসামী।

এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম জানান, গোদাগাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ১০ জুন উপজেলার পাকড়ী ইউনিয়নের মুশড়াপাড়া এলাকায় মারামারিতে চার জনের মৃত্যু হয়।

এরপর মূলহোতা আশিকুর রহমান চাঁদসহ ২১ জনের নাম উল্লেখ ও ৫০ জন অজ্ঞাত করে মামলা দায়ের করা হয়। এর আগে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সে ঠাকুরগাঁও জেলার রাণীশংকর এলাকায় তার বোনের বাসায় পালিয়ে গিয়ে আশ্রয় নিয়ে ছিলো। আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে রোববার মামলার ৬ নং আসামী জালাল মেম্বারকে ধরতে সক্ষম হয়েছি। বাকিদের ধরতেও অভিযান অব্যহত আছে। তাকে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান।

৫১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS