শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
<span class="entry-title-primary">তাহেরপুর পৌরসভায় পুকুরের পানিতে পড়ে দেড় বছরের শিশুর মৃত্যু</span> <span class="entry-subtitle">তাহেরপুর পৌরসভায় পুকুরের পানিতে পড়ে দেড় বছরের শিশু মৃত্যু</span>

তাহেরপুর পৌরসভায় পুকুরের পানিতে পড়ে দেড় বছরের শিশুর মৃত্যু তাহেরপুর পৌরসভায় পুকুরের পানিতে পড়ে দেড় বছরের শিশু মৃত্যু

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহী বাগমারায় পুকুরের পানিতে ডুবে তামিম নামের দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের চকিরপাড়া মহল্লায় এঘটনা ঘটে। স্থানীয় একাধিক সূত্র জানায়, ওই মহল্লার রানার ছেলে দেড় বছর বয়সী শিশু পুত্র তামিম সবার অগোচরে খেলতে গিয়ে বাড়ির পাশে থাকা বড় পুকুর নামক একটি পুকুরের পানিতে ডুবে যায়। এরপর বাড়ির লোকজন তাকে দেখতে না পেয়ে বিভিন্ন যায়গায় খোজাখুজি শুরু করেন। এরপর বাড়ির পাশে পুকুরে দেখেন তামিম পানিতে ভাসছে। তখন তার মা ও ফুফু তামিমকে পুকুর থেকে উদ্ধার করে ওপরে নিয়ে এসে তার মা বুকের দুধ খাওয়ায়। এবং তাকে শুয়ে দেয়। এরপর তার মুখ দিয়ে ফেপড়া উঠা দেখতে পেয়ে পরিবারের লোকজন তামিমকে পার্শবর্ত্তি একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে,দেড় বছরের শিশু পুত্র তামিমের আকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

৬৩ বার ভিউ হয়েছে
0Shares